‘আমাকে কল দিয়ে বলা হলো শুধু বোলিং করতে পারলেও হবে’

বাংলাদেশ দলের জন্য যে অমূল্য রত্ন সাকিব তা তিনি গতকালকের ম্যাচেউ দেখিয়েছেন। ব্যাট হাতে তেমন কিছু না করতে পারলেও বোল হাতে বাংলাদেশকে তিনি প্রথমেই এনে দেন ব্রেক থ্রো। আর সাকিব সংবাদ সম্মেলনে এসেই বললেন তার ইনজুরি থেকে ফিরে আসার গল্প।

সাকিব বলেন ,’ পুরো ব্যাপারটাকে রোলার কোস্টার বলতে পারেন। থাইল্যান্ডে গেলাম, শ্রীলঙ্কায় এলাম, অস্ট্রেলিয়া গেলাম, দেশে ফিরে আবার শ্রীলঙ্কা। আকাশপথে অনেক ভ্রমণ হয়েছে। পাপন ভাই ফোন করেছিলেন। বললেন, তুমি চলে এসো। শুধু বোলিংটাও যদি করে দিতে পারো, অনেক ভালো হবে।’

যেহেতু আঙুলে কোনো ব্যথা অনুভব হচ্ছে না, তাই বিসিবি প্রধানের আহ্বানে সাকিব রাজী হয়ে গেলেন। তাছাড়া দেশকে নেতৃত্ব দেওয়ার একটা আবেগও ছিল। সেটাও তার কথায় ফুটে উঠল, ‘ হ্যাঁ, আমি সেফ সাইডে থাকতে পারতাম। বলতে পারতাম, ম্যাচ ফিট না, আরও সময় লাগবে। দিন শেষে জেতা দলের অধিনায়ক হওয়াও তো গৌরবের বিষয়।’