আমাদের দলে মেসি থাকলে আমরাই জয়ী হতাম

বার্সেলোনার বিপক্ষে গতকাল মাঠে নেমেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের লক্ষ্য ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার সঙ্গে কিছুটা হলেও ব্যবধান কমিয়ে আনা কিন্তু সে আশায় যেন গুড়ে বালি হয়ে গেল মেসির একমাত্র গোল। যদিও হাড্ডা হাড্ডি লাড়াই না হলেও এর কমতি ছিলনা। খেলা শেষে তাই মেসিকে প্রশংসায় ভুলাতে ভোলেন নি অ্যাটলেটিকো মাদ্রিদ এর কোচ ডিয়েগো সিমিওনে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ ডিয়েগো সিমিওনে বলেন- অ্যাটলেটিকোর জার্সি গায়ে মেসি খেললে ম্যাচটিতে আমরা ১-০ ব্যবধানে জিততাম।সন্দেহ নেই যে আমরা আমাদের লক্ষ্যের খুব কাছেই ছিলাম। গত ১৪ বছরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আধিপত্য কমানোর জন্য আমরা অপ্রাণ চেষ্টা করে আসছি। ২০১৩-১৪ মৌসুমে আমরা সেই অসম্ভবকেও সম্ভব করেছি। কিন্তু আবারও এর পুনরাবৃত্তি ঘটানো কিছুটা কঠিন হবে।’

গতকালের ম্যাচে হারের পর বার্সার সঙ্গে অ্যাটলেটিকোর পয়েন্ট ব্যধান দাঁড়িয়েছে ৮।