‘আমার সম্পর্কে হাথুরের ধারনা ভুল ছিলো’

২০১৪ সালে বাংলাদেশ দলের কোচ হয়ে ঢাকায় আসেন লঙ্কান কোচ চান্ডিকা হাথুরেসিংহে। বাংলাদেশে এসেই তিনি ভুল ধরেন বাংলাদেশ দলের টেস্টের অন্যতম সেরা ব্যাটসম্যান মুমিনুলের। হাথুরের ধারনা ছিলো মুমিনুল শর্ট বল খেলতে পারেন না। তবে এই ব্যাপারে মুখও খুলেছেন এই লিটল মাস্টার।

মুমিনুল বলেন ,’আমি কখনোই অনুভব করিনি যে আমি শর্ট বল মোকাবেলা করতে পারি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, যখন আপনি কঠিন একটি পথ অতিক্রম করবেন, আপনাকে অবশ্যই সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার গন্তব্য নিয়ে যদি আপনি সন্দিহান থাকেন তবে, এটা আপনার ব্যর্থতার কারণ হতে পারে। একই ভাবে ক্রিকেটে আপনি যদি ভাবেন যে শর্ট বলে আপনি সমস্যার সম্মুখীন হবেন, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমার আত্মবিশ্বাস ছিল এবং এর ফলাফল সবাই চোখের সামনে দেখেছে।’

এই প্রসঙ্গে মুমিনুল আরো বলেন,’আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম। কিন্তু কঠিন পরিশ্রমের দ্বারা সেই সমস্যা মোকাবেলা করেছি আমি। আমি আমার ব্যক্তিগত কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের নেতৃত্বে প্রায় দেড়মাস জোড়ালো প্রশিক্ষণ নিয়েছি। যিনি সাকিব আল হাসানেরও কোচ ছিলেন। স্যার আমাকে বলেছিলেন সমস্যাগুলোর মোকাবেলা করতে। এবং আমি অনেক উন্নতি করেছি।’