আমি দলের একজন খেলোয়ার হতে চেষ্টা করি, স্বার্থপর নয়

লিওনেল মেসি স্বার্থপর এমনটা ভুলেও কেউ বলতে পারবেনা। নিজের সমর্থকরা তো বলবেই না, এমনকি প্রতিপক্ষের কেউও বলতে পারবেনা মেসি স্বার্থপর। দলের প্রয়োজনে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে চলে আসা থেকে শুরু করে আক্রমনে নেতৃত্ব দেয়া কিংবা বল তৈরি করে দেয়া, সবকিছুই মেসির থাকে মেসির ছোয়া। দলের প্রতিটা কাজেই নিজেকে যুক্ত রাখতে চান মেসি। আর আমেরিকার একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সেসব কথাই বললেন বার্সার এই স্টার।

মেসি বলেন, পূর্বে যখন আমি বল পেতাম তখন নিজেই খেলার চেষ্টা করতাম। কিন্তু এখন আমি সেটা করিনা।

তিনি বলেন, এখন আমি দলের একজন খেলোয়ার হিসেবে খেলার চেষ্টা করি। আসলে আমি স্বার্থপর না। আমি বিভিন্ন পজিশনে খেলে খেলা তৈরি করার চেষ্টা করি। আমি আগে যেমন চলতাম, এখনো একইভাবে চলতেছি কিন্তু ভিন্ন ভাবে।