আমি বাঁচতে চাই আমাকে বাঁচান : জিনাত মৌ

নাঃগঞ্জ সরকারী মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী, গ্রামের বাড়ি বরিশালের পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালীতে মহিলা কলেজের ছাত্রী হোস্টেলে থেকে পড়াশোনা করে।

জিনাত, ৫ ম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি, ৮ ম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি, এস,এস,সিতে গোল্ডেন এ+, জিনাত, heamolacria নামক রোগে আক্রান্ত, বাংলাদেশে এই রোগের একমাত্র victim জিনাত। পুরো পৃথিবীতে এই রোগে আক্রান্ত ছিলো ১৩ জন,যার মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছেন। রোগটির উপসর্গ নাক/কান/চোখ এমনকি নাভী দিয়েও রক্তক্ষরণ এরপর অজ্ঞান হয়ে যাওয়া।

দিনে ৪/৫ বারও এমন হয়। দ্রুত চিকিৎসা করানো না হলে হয়তো জিনাতের অবস্থার আরো অবনতি হবে। শুধু অপারেশনের জন্য প্রায় ৪৫ লাখ টাকার প্রয়োজন। যার যোগান দেওয়া(মামুন হাসানের)জিনাতের বাবার পক্ষে সম্ভব নয়। মানুষ মানুষের জন্য এই কথাটা জিনাতের বাবা বিশ্বাস করেন, তাই সকল মানুষের কাছে তিনি সাহায্য প্রার্থনা করেছেন।

প্রয়োজনে/ সহযোগিতায়:- ০১৭১০ ২৫৪ ০৮৩ (মামুন হাসান)
bkash: 01710 254 083
D.B: 1271030049249
আপনাদের একটু সহযোগিতাই পারে জিনাতের মুখে হাসি ফোটাতে।