আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান!

২০১৯ বিশ্বকাপের বাছাইয়ের সুপার সিক্স থেকে বিশ্বকাপের লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখতে আজ আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে আফগানিস্তান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরাতের অধিনায়ক রোহান মোস্তাফা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দলটি। বিশ্বের নাম্বার ওয়ান লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণিতে বেশ ঝামেলায় পড়ে দলটি।

তবে শুরুতেই আরব আমিরাত শিবিরে আঘাত হানে জাদরান। তবে দলের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট তুলে নেন স্পিনার রশিদ খান। মুলত রশিদ-জাদরানের বোলিং তাণ্ডবে মাত্র ১৭৭ রানেই অলআউট হয়ে যায় আরব আমিরাত। যার ফলে জয়ের জন্য রশিদদের প্রয়োজন ১৭৮ রানের। ম্যাচটিতে ৯ ওভার বোলিং করে ৪১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন রশিদ খান।

১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় ‍তুলে নেয়। যদিও দলীয় ৫৪ উইকেট হারায় আফগানিস্তান তারপরেও গুলবদিন নাইব ও নাজিবুল্লাহ জাদরান জুটি বেঁধে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। গুলবদিন নাইব ৭৪ রানে ও নাজিবুল্লাহ জাদরান ৬৩ রানে অপরাজিত ছিলেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন গুলবদিন নাইব।

এরই ফলে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান। তবে সুপার সিক্সে তাদের আরো একটি ম্যাচ বাকি। আগামী ২৩ মার্চ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান।