আর কতো হারবে সেই আফগানিস্তান!

খুব কম সময়তে ক্রিকেটে উন্নতি করা আফগানিস্তান ছিলো এই আসরের অন্যতম সেরা দল। ম্যাচ কনফারন্সেও সেটা বলে গিয়েছিলেন আফগান অধিনায়ক! আর আফগান্রা যে কাজের চেয়ে কথাই বিশ্বাসী সেটা আরো একবার প্রমানিত হলো।

প্রথমে স্কটল্যান্ডের সাথে আর আজকে হারতে হলো জিম্বাবুয়ের সাথে।

জিম্বাবুয়েকে ১৯৬ রানে গুটিয়ে দিয়ে ১৯৪ রানে থেমেছে রশিদ খানের দল।

ব্রেন্ডন টেলরের ৮৯ আর সিকান্দার রাজার ৬০ রানের পরও ৭ ওভার বাকি থাকতে ১৯৬ রানে শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। আফগানিস্তানের মুজিব উর রহমান আর রশিদ খান নেন ৩টি করে উইকেট।

জবাবে একটা সময় আফগানিস্তান ৩ উইকেটে ১৫৬ রান তুলে ফেললেও পরে নাটকীয়ভাবে বদলে যায় ম্যাচের রং। একের পর এক উইকেট হারাতে থাকে রশিদ খানের দল। ১৭৭ রানের মধ্যে ৯টি উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে পড়ে তারা। তবে শেষ উইকেটে আবারও আশা জাগিয়েছিলেন দৌলত জাদরান আর শাপুর জাদরান।

শেষ রক্ষা হয়নি। জয় থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হয়ে যান শাপুর জাদরান। এতেই রহমত শাহর ৬৯ আর মোহাম্মদ নবীর ৫১ রানের দুটি ইনিংস গেছে বিফলে।