আশা পূরন হচ্ছেনা নেইমারের!

পিএসজিতে থাকা না থাকা নিয়ে জল্পনা। তবে সেসব উড়িয়ে দিয়ে নেইমার নিজেই জানিয়েছেন পিএসজিতেই থাকছেন তিনি। এই থেকে স্পষ্ট যে, আরো একটি মৌসুম নেইমার পিএসজিতে থাকছেন। এরপর হয়তো তিনি রিয়াল মাদ্রিদে আসার জন্যই পিএসজি ছাড়তে পারেন।

তবে সেসব এক পাশে রাখলে পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা মালিক পক্ষকে বলেছিল, উনাই এমেরির জায়গায় সাবেক বার্সালোনা কোচ এনরিকেকে পিএসজির কোচ করে আনার জন্য। নেইমারের ইচ্ছার মুল্য দিয়ে পিএসজি কোচ হিসেবে এনরিকেকে আনবে এমনটা প্রকাশ করেছিল বেশি কিছু গনমাধ্যম।

তবে এবার মনে হয় সেই পথ থেরে সরে এসেছে পিএসজি। তাদের টার্গেট ছিল টটেনহাম কোচ পচেত্তিনো। কিন্তু টটেনহামের এই কোচ ক্লাব ত্যাগ না করায় এখন পিএসজির পছন্দ বুরুশিয়া ডর্টমুন্ডের কোচ থমাস টাচেল। অন্তত এমনটাই জানিয়েছে ফরাসি মিডিয়াগুলো।

শুধু পছন্দই নয়, লে প্যারিসিয়ান জানিয়েছে পিএসজির আগামী মৌসুমের কোচ হতে যাচ্ছেন টাচেল। এখনো অফিসিয়াল কোন ঘোষনা না আসলেও দুই পক্ষই চুক্তিতে রাজি হয়েছে বলেই জানিয়েছে পত্রিকাটি। আর যদি টাচেলই কোচ হয়ে আসেন, তাহলে নেইমারের পছন্দের এনরিকেকে আর পাচ্ছে না দলটি।