উইকেট শিকারে মাশরাফিই সেরা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রাথমিক পর্বের খেলা শেষ হয়ে ২য় পর্বে উঠেছে ৬টি দল। তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগের(ডিপিএল)দুর্দান্ত বোলিং নৈপুণ্যে দেখিয়েছে মাশরাফি বিন মুর্তজা। প্রাথমিক পর্বে তারই রয়েছে বোলিংয়ের শীর্ষস্থান।

মাশরাফি বিন মুর্তজা এবার আবাহনীর হয়ে মাঠে খেলছেন। এ পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন মুর্তজা। ইউকেট শিকারের গড় ১৩.২৬।মাশরাফি বিন মুর্তজা ১১ ম্যাচে মোট ইউকেট নিয়েছেন ৩০ টি। দুবার ৫ করে পেয়েছেন এই নড়াইল এক্সপ্রেস। এক হ্যাটট্রিকের সঙ্গে রয়েছে ছয় উইকেট শিকারের রেকর্ডও। মাশরাফি বিন মুর্তজারসেরা বোলিং ৪৪ রান দিয়ে নিয়েছে ৬ উইকেট।প্লেয়ার্স ড্রাফটে শাইনপুকুর ক্রিকেট ক্লাব মাশরাফিকে পেলেও পরে আবাহনীর জন্য বাংলাদেশের ওয়ানডে দলপতিকে ছেড়ে দিয়েছিল দলটি।

আর ১১ ম্যাচে ২৮ ইউকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন হামেডান স্পোর্টিং ক্লাবের কাজী অনিক।

সেরা বোলিং তালিকা
নাম ম্যাচ উইকেট গড় ৪উইকেট/৫উইকেট সেরা বোলিং
মাশরাফি বিন মুর্তজা(আবাহনী) ১১ ৩০ ১৩.২৬ ২/২ ৪৪/৬
কাজী অনিক (মোহামেডান) ১১ ২৮ ১৯.১০ ১/২ ৪৯/৬
আসিফ হাসান(লিজেন্ডস অব রূপগঞ্জ) ১১ ২৩ ১৮.২৬ ১/০ ২৩/৪