ইউটিউবে ঝড় তুললেন জ্যাকুলিন, চার দিনে আড়াই কোটি ভিউ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ আরেক বরেণ্য অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নকল করে সমালোচিত হয়েছেন সম্প্রতি।

মাধুরীর বিখ্যাত চলচ্চিত্র ‘তেজাব’এর গান ‘এক দো তিন’। সেই গানটি পুনর্নির্মাণ করেছেন ‘বাঘি ২’এর পরিচালক। মাধুরীর জায়গায় এবার দৃশ্যায়ন হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজকে দিয়ে। মূল গানের শিল্পী ছিলেন অলকা ইয়াগনিক। এবার গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

১৯৮৮ সালে সরোজ খানের কোরিওগ্রাফিতে মাধুরী এই গানে নেচে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এবার সেই গানেই জ্যাকুলিন নাচলেন গণেশের কোরিওগ্রাফিতে। তবে মাধুরীকে যারা হৃদয়ে নিয়ে রেখেছেন তারা কী আর সেই গানে অন্য কাউকে দেখতে চাইবেন?

তাই গানটির নতুন রিমেক ভালোভাবে নেয়নি অনেকেই। মাধুরীর জায়গায় জ্যাকুলিনকে দেখে সমালোচনা শুরু হয়েছে। অনলাইন দুনিয়ায় তো সমালোচনাও এক ধরণের মার্কেটিং। তাই তো সমালোচিত সেই গানই মাত্র চার দিনে ইউটিউবে প্রায় আড়াই কোটি ভিউ এর দোরগোড়ায় পৌঁছে গেছে।

এদিকে মাধুরী অভিনীত ‘তেজাব’ ছবির পরিচালক এন চন্দ্র নাকি ভীষণ চটেছেন। ‘বাঘি ২’ ছবির নির্মাতার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে সম্প্রতি মন্তব্য করেছেন।
তবে যতই সমালোচনা হচ্ছে গানটি নিয়ে ততই ইউটিউবে গানটির জনপ্রিয়তা বাড়ছে।