ইমরুলে ভরসা, কিন্তু মোসাদ্দেকে ভরসা নেই বিসিবির!

গত ত্রিদেশীয় সিরিজের পর বাংলাদেশ দল এখন প্রস্তুত হচ্ছে শ্রীলঙ্কায় অনুষ্ঠিততব্য নিদহাস ট্রফি খেলতে যাওয়ার জন্য। আর এই টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে নাম নেই তরুন অলরাউন্ডার মোসাদ্দেকের। কিন্তু ঠিকেই জায়গা পেয়েছেন ৯ গড়ের ইমরুল। কিন্তু দলের অবস্থা দেখে জানা যায় এই দলে ইমরুলের চেয়ে বেশি ডিজার্ভ করেন মোসাদ্দেকেই।

বাংলাদেশ দলের স্কোয়াড থেকে দেখা যায় সাকিব অথবা মুশফিক তিন নং পজিশনে খেলবে, দুজনই একাদশে থাকলে রিয়াদ পাচঁ নং পজিশনে খেলবে। ছয় এবং সাত নং পজিশনে সাব্বির ও আরিফুলকে খেলবেন। সাব্বির যেহেতু ফর্মে নাই সেই জায়গায় অনন্ত আরিফুলের চেয়ে একটুও বেটার চয়েজ কি ছিলো না মোসাদ্দেক!

মোসাদ্দেক তার ফর্ম দেখিয়েছিলেন বিপিএলেও। যেটা বাংলাদেশের টি-২০ এর সবচেয়ে জনপ্রিয় আসরেই বটে। কিন্তু বাংলাদেশ দলের নির্বাচককদের ব্যাখা ঘরোয়া লীগে নিজেকে আর প্রমানিত করেই দলে ফিরতে হবে মোসাদ্দেককে। তাই সেই হিসেবে অনেকটাই দুর্ভাগা বলা চলে এই তরুন ব্যাটিং অলরাউন্ডারকে।