উইকেট পেলেন মাহমুদউল্লাহ, দারুণ খেলে ফিরলেন তামিম!

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে পেশওয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটরস। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করছে পিটিভি স্পোর্টসসহ বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল।

পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলছেন তামিম ইকবাল। আর কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে যারা জিতবে তারা এলিমিনেটর-২ এ করাচি কিংসের মুখোমুখি হবে। যারা হারবে তারা বিদায় নিবে আসর থেকে। তাই আজ বাঁচা-মরার ম্যাচে লড়বে তামিম-রিয়াদরা।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কোয়েটার অধিনায়াক সরফরাজ আহমেদ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি তামিমের পেশোয়ার। শুরুতেই রানের খাতা না খুলেই বিদায় নেন ওপেনার কামরান আকমাল। এরপর ব্যক্তিগত ১ রান করে ফেরেন আন্দ্রে ফ্লেচার।

তবে দলের দুঃসময়ে ব্যাট হাতে দাঁড়িয়ে থাকা তামিম ইকবাল ২৯ বলে ৫ চারে ২৭ রান করে নেওয়াজের বলে ফিরেন সাঝঘরে। অন্যদিকে হাফিজকে থামালেন মাহমুদউল্লাহ। ১৪ বলে ১ ছয় ও ৪ চারে ২৫ রান করা মাহমুদউল্লাহর বলে বোল্ড হয়ে ফেরেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পেশোয়ারের সংগ্রহ ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৯ রান।