উইন্ডিজকে হারিয়ে সুপার সিক্সে আফগানিস্তান

ফেভারিটের তকমা পেলেও বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ফেভারিটের তকমার জানান শুরু থেকে দিতে পারেনি আফগানিস্তান। প্রথমে ২ ম্যাচ হেরে নিজেদের বিশ্বকাপ ভবিষ্যতকে অনিশ্চিত করে দেয় আফগানিস্তান। এরপরে দারুনভাবে ঘুরে দাঁড়ায় রশীদরা।

আর নিজেদের শেষ ম্যাচে উইন্ডিজকে হারিয়ে নিজেদের সুপার সিক্স নিশ্চিত করে আফগানরা।

বৃহস্পতিবার হারারেতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৯৭ রানের সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। আফগান বোলারদের প্রায় প্রত্যেকেই করেছেন কিপটে বোলিং। অধিনায়ক রশিদ খান ১০ ওভারে ৩১ রানে নিয়েছেন ১ উইকেট। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা ১৭ বছর বয়সী মুজিব জাদরান, ১০ ওভারে খরচ করেছেন ৩৩ রান।

ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৪৩ রান এসেছে শাই হোপের ব্যাটে। সেটিও আবার ৯৪ বল খেলে।

লক্ষ্যে পৌঁছাতে আফগানদের উইকেট খরচ হয়েছে ৭টি। রহমত শাহর ৬৮ রানে ভর করে ১৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় রশিদের দল।