উইন্ডিজদের বিপক্ষে বিশ্ব একাদশের অধিনায়কের নাম ঘোষণা করেছে আইসিসি!

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে ভয়ংকর আকারে আঘাত হানে হারিকেন। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে রোনল্ড ওয়েবস্টার পার্ক ও ডোমিনিকা উইন্ডসর পার্ক স্টেডিয়ামের মতো জায়গাগুলো লণ্ডভণ্ড হয়ে যায় হারিকেনের আঘাতে।

আর তাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর কাছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ (টি-টোয়েন্টি) আয়োজনের আবেদন করে ওয়েস্টইন্ডিজ ক্রিকেট বোর্ড। আর ওয়েস্ট ইন্ডিজের এমন আবেদনে সাড়াও দিয়েছে আইসিসি। আর সেই একাদশের অধিনায়ক হিসেবে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকে অনুরোধ জানিয়েছে আইসিসি।

আইসিসির এমন বার্তায় বেশ আবেগপ্রবণ ও আনন্দ প্রকাশ করে মরগ্যান বলেন, ‘আমি খুবই খুশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের অধিনায়ক হওয়ার অফারটি পেয়ে। ক্রিকেট প্রধান দেশগুলোকে অবশ্যই অন্যদের বিপদে এগিয়ে আসা উচিত। আমি আশা করি বিশ্বের ভালো মানের খেলোয়াড়রা আমাদের হোম অব ক্রিকেটে খেলতে আসবে। আমি আশিবাদী দর্শকরা খেলা দেখতে আসবে এবং ওয়েস্ট ইন্ডিজের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াবে।’

অন্যদিকে এ প্রসঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কর্তা বলেন, ‘মরগ্যান সত্যিই বিস্ময়কর অধিনায়ক। দলকে সঠিকভাবে পরিচালনায় সে ভালোই দক্ষ।’ তিনি আরো বলেন, ‘আমি আশা করি মরগ্যানকে অধিনায়কত্বে বিশ্ব একাদশটি সত্যিই ভালো করবে।’