এএফসি কাপে হোম ম্যাচ জিততে চায় আবহনী

এএফসি কাপের প্রথম ম্যাচে আগামী বুধবার মালদ্বীপের ক্লাবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে আবহনী। এই কাপের মাধ্যমেই শুরু হবে আবহনীর এএফসির ক্লাবের যাত্রা। বাংলাদেশ থেকে ২টি ক্লাব অংশ নিবে এই এএফসি কাপে।

সাইফ স্পোর্টিং বাদ পড়েছে কোয়ালিফাইং রাউন্ডের প্লে-অফ থেকে। বাংলাদেশের ফুটবলের ঝান্ডা এখন আবাহনীর হাতে, যারা গ্রুপ পর্বে খেলছে সরাসরি।

ঘরে আবাহনী দুর্বার হলেও এএফসি কাপে বরাবরই খেই হারিয়ে ফেলে। এবারও কী গ্রুপ পর্ব থেকে বিদায়ের ধারায় থাকবে আবাহনী? সমর্থকদের মনে এমন প্রশ্ন ওঠা অমূলক নয়। সোমবার বিকেলে নিজেদের মাঠে অনুশীলন শেষে আবাহনীর কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘ঘরের ম্যাচটি জিতে আমরা একটু এগিয়ে থাকতে চাই। এ ম্যাচ জেতার জন্য শারীরিক ও মানসিকভাবে তৈরি আমাদের খেলোয়াড়রা।’

কোচ সাইফুল বারি আরো বলেন ,’১২ ফেব্রুয়ারি অনুশীলন শুরু করি আমি। সেদিন থেকে ইমনও ছিল। ইমনের না থাকাটা দলের জন্য বড় ক্ষতি। আমরা যে স্টাইলে খেলি, সেখানে ইমন অন্যতম কারিগর।’