একজন বিগ হিটারের অভাবেই হারে হারে টের পায় বাংলাদেশ

টি২০ ম্যাচ খেলার জন্য বিগ হিটার দরকার নাই কিন্তু টি২০ ম্যাচ জিততে গেলে বিগ হিটার লাগবেই! আর সেটার অভাব কালকে হারে হারেই টের পেল বাংলাদেশ দল।

গতকাল ভারতের সাথে বাংলাদেশের শেষদিকে জিততে দরকার ছিল ২৭ বলে ৫৮ রান। স্লগ ওভারে ১০ বলে ২৮ রান, ১২ বলে ৩৫ রান, ১৭ বলে ৪১ রান শেষদিকে তুলতে গেলে কাইরন পোলার্ড, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড মিলার, অান্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েটের মত টি২০র স্বীকৃত বিগ হিটার লাগবেই। যার প্রমান মিলে গত বিশ্বকাপ ২০১৬ আসরের ফাইনালেই।

ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েলস ৭০+ রান করে ক্রিজে ছিল, দলকে জেতানোর অবস্থায় নিয়ে গিয়েছিল কিন্তু শেষ ওভারে ১৯ রান লাগতো জিততে তখন বিগ হিটার ব্রাথওয়েট নেমেই ৪ বলে ৪টা বিশাল ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দিল!

আর গতকালকের ম্যাচে দেখা যায় মুশফিক ৭০+ রান করে জেতার অবস্থা তৈরি করেছিল। একপ্রান্ত অাগলে রেখে খেলেছিল কিন্তু শেষে একজন ব্রাথওয়েট দরকার ছিল বাংলাদেশের!