একাদশে থাকতে চান লিটন দাস

আগামীকাল নিদাহাস ট্রফিতে মাঠে নামবে বাংলাদেশ। তবে তার আগে প্রস্তুতি ম্যাচে স্থানীয় বোর্ড একাদশকে হারিয়ে শুরুটা ভালই করে রেখেছে টাইগাররা। এই ম্যাচে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন সাকিবের পরিবর্তে দলে সুযোগ পাওয়া লিটন দাস। আর একইরকম কাজ করতে চান জাতীয় দলের হয়ে মুল ম্যাচেও।

লিটন বলেন, ক্রিকেট আমি প্রতিদিনই ভালো করার চেষ্টা করি। ভালো খেলছি। আমার সামর্থ আছে বলেই তো তারা আমাকে দলে এনেছে। আমি অবশ্যই আমার সামর্থ প্রমান করতে চাই। বাকিটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।

প্রস্তুতি ম্যাচে মাত্র ১৮ বলে ৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন লিটন দাস। দলের বড় সংগ্রহ পাইয়ে দেয়ার ভিত তৈরি করে দিয়েছিলেন তিনিই। এই ম্যাচে নিজের সহজাত খেলাটাই খেলতে চেয়েছিলেন লিটন দাস এমনটাই জানিয়ে তিনি বলেন, টুয়েন্টিতে ২-৩টা উইকেট পড়লেও শট খেলতে হবে। থমকে গেলে রান আসবে না। আমি চেষ্টা করি নিজের সহজাত খেলাটাই খেলতে।