এক নজরে দেখে নিন বাংলাদেশের পরবর্তি সিরিজের সময়সূচী

ফাইনালের ট্রফি জেতা অধরাই রয়ে গেল বাংলাদেশের। বারবার খুব কাছে গিয়েও আর হচ্ছে না দুই হাত উচুঁ করে ট্রফি ধরার। অধিনায়ক সাকিব তবুও বলছেন, বাংলাদেশ একদিন শিরোপা জিতবেই।

গতকাল নিদাহাস ট্রফি জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল বাংলাদেশ। অধরা ট্রফিটা হাতের নাগালেই চলে এসেছিল। শেষরক্ষা হলো না। দুই এশিয়াকাপের ফাইনালের পরও আবারও সেই নিশিতে স্বপ্নভঙ্গ!

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে টাইগারদের কাঁদালেন দিনেশ কার্তিক। তার দুর্দান্ত এক ইনিংসে ভর করে নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। এই ব্যাথা বাংলাদেশকে বেশ কিছুদিন বয়েই চলতে হবে কেননা খুব শীঘ্রই বাংলাদেশের সিরিজ নেই, পরবর্তি সিরিজ প্রায় ২মাস পরে।

বাংলাদেশের পরবর্তি সিরিজের সূচী

জুন – আফগানিস্তান – তিন ওয়ানডে দুই টি-২০
জুন – ওয়েস্ট ইন্ডিজ – এখনো ক্যারিবিয়ান সফরে যাওয়ার সূচি চূড়ান্ত নয়

সেপ্টেম্বর – অংশগ্রহণকারী দল ও সূচির দিনক্ষণ ঠিক করা হয়নি – এশিয়া কাপ

সেপ্টেম্বর – অস্ট্রেলিয়া – অস্ট্রেলিয়া সফরে ২টি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

নভেম্বর ও ডিসেম্বর – ওয়েস্ট ইন্ডিজ – ক্যারবীয়দের পূর্ণাঙ্গ বাংলাদেশ সফরের বিস্তারিত সূচি প্রকাশ করা