এক মেসিতেই সব উত্তেজনা শেষ!

জিরোনা, লাস পালমাসের এবার অ্যাতলেটিকো মাদ্রিদ। নাহ, সব গুলোকে একত্রে নিয়ে আসার একটা কারন আছে। সেটা হল মেসির ফ্রিকিক এই দল গুলোকে একত্রে করেছে। তিনটি দলের বিপক্ষেই সুপার ফ্রিকিকে গোল করেছেন মেসি।

এদিকে এমনই একটি ফ্রিকিক অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সালোনার ম্যাচের গতিপথ নির্ধারন করে দেয়। ম্যাচের ২৬ মিনিটে গোলটি করেন মেসি যা পুরো সময়টাতে এই লিড ধরে রাখে বার্সালোনা।

এদিকে এই ম্যাচ জয়ের পর শিরোপা একরম নিজেদের ঘরে নিয়ে গেল বার্সালোনা। লা লিগায় বার্সালোনার পয়েন্ট দাড়াল ৬৯এ। দুই নম্বরে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের পয়েন্ট দাড়িয়েছে আগের মতই ৬১তে। তাই বলাই যায়, মেসির এই একটি গোলেই শিরোপার যত উত্তেজনা আছে সব শেষ হয়ে গেল।