এটাই কি পার্থক্য মেসি- রোনালদোর মাঝে

মেসি কেন বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে খেললেন না। কি কারণ ছিল তার পেছনে। বার্সেলোনার হয়ে পুরো সময় মাঠ দাঁপিয়ে বেড়িয়েছেন মেসি। চোট সেরে উঠেও কেন খলার মত অবস্থান থাকার পরও মাঠে নামার মতো ভালো অনুভব করছেন না বলে জানিয়েছিলেন মেসি। কিন্তু প্রীতি ম্যাচ হলেও স্পেনের বিপক্ষে হারের পর মেসির সিদ্ধান্তে খেঁপেছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক গাট্টি।
গোলরক্ষক গাট্টি এর মতে, মেসি তো আর রোনালদো না, যে ছোটখাট চোট নিয়েও খেলবেন। গাট্টি বলেন, ‘পাঁচবারের ব্যালন ডি’অর জেতা মেসির অবশ্যই উচিত ছিল মাঠে নামা।’
তিনি আরো উল্লেখ করেন, রোনালদো হলে এমন ছোটখাটো চোটের কারণে কখনই দলের হয়ে খেলার সুযোগ হাতছাড়া করতেন না।’

৬-১ গলে হেরেছে আর্জেন্টিনা। মেসি না থাকলেও তার দিকে বার বার ক্যামেরা ঘুরানো হয়েছে। সবার ধরনা মেসি থাকলে হয়ত এমন ফলাফল অন্তত হতো না। ‘মেসির অবশ্যই খেলতে হতো। ভক্তরা তাকে মাঠে দেখতে চায়। রোনালদো হলে ঠিকই মাঠে নামতেন।’

তবে গাট্টি বলেন, তবে মেসিকে ছাড়া খেলে আর্জেন্টিনা অনেক কিছু শিখেছে বলে মনে করেন তিনি।