এটা অসাধারন হবে যদি নেইমার বার্সায় ফিরে আসে: কৌতিনহো

শুরুটা হয়েছিল মুন্ডু দেপোর্তিভোর এক নিউজে। তারা তাদের প্রতিবেদনে বলেছিল নেইমার আবারো বার্সায় ফিরতে চায়। তারপর থেকেই গুঞ্জনে ডালপালা মেলতে শুরু করে। আর সেই গুঞ্জনে হাওয়া লাগান বার্সার ক্রোয়েশিয়ান তারকা রাকিটিচ। কিছুদিন আগে ইভানি রাকিটিচ বলেছিল, যদি আমার কাছে ক্ষমতা দেয়া হয় তাহলে আমি আজই নেইমারকে বার্সায় নিয়ে আসব। এবার সেই একই কথা বললেন নেইমারের স্বদেশী কৌতিনহো। তিনি বলেন, এটা হবে অসাধারন যদি নেইমার আবারো বার্সালোনাতে ফিরে আসে।

কৌতিনহো বলেন, নেইমারের সাথে জীবন! রাকিটিচের মতই আমার অনুভূতি। সে একজন সেরা খেলোয়ার। আমি তার সাথে জাতীয় দলে খেলি। এটি একটি বাস্তব সুবিধা। যদি সে আবারো বার্সায় ফিরে আসে তাহলে সেটা হবে অসাধারন এবং অবশ্যই আমরা তার জন্য বার্সার দরজা খুলে দিব।

এদিকে বর্তমানে বার্সাতে তিনজন ব্রাজিলিয়ান তারকার বসবাস। তিনজনই মিডফিল্ডার। কৌতিনহো ও পাউলিনহোর পর এবার বার্সায় নাম লিখিয়েছে আরেক ব্রাজিলিয়ান তারকা আর্থার। তিনি আসবেন আগামী জুলাইয়ে। তাই এবার যদি নেইমারও যায় বার্সাতে তাহলে বার্সা হয়ে যাবে ব্রাজিলিময়।