এটা কি কাকতালীয়?

নিদাহাস ট্রফিতে কাকতালিয় সব ঘটনাই যেন ঘটছে। এখন পর্যন্ত চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে নিদাহাস ট্রফিতে। এর মধ্যে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দুটি এবং ভারত -বাংলাদেশ ও বাংলাদেশ -শ্রীলঙ্কা একটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের একটিতে জয় পেয়েছে ভারত ও অন্যটিতে জিতেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে একমাত্র ম্যাচে জিতেছে ভারত এবং শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র ম্যাচে আবার জিতেছে বাংলাদেশ।

কিন্তু আশ্চর্য্যের বিষয় হল, চারটি ম্যাচেই পরে যারা ব্যাটিং করেছে তারাই জিতেছে। আগে ব্যাটিং করা দলটিই হেরেছে চারটি ম্যাচেই। সেটা ১৩৯ বা ২১৪ যাই হোক।

প্রথম রাউন্ডে ভারত হেরেছিল শ্রীলঙ্কার কাছে। দ্বিতীয় রাউন্ডে এসে আবার শ্রীলঙ্কা হেরেছে ভারতের কাছে। যেভাবে কাকতালীয় ব্যাপার ঘটছে তাতে যদি এবার বাংলাদেশ ভারতকে হারায় তাহলেও অবিশ্বাসের কিছু থাকবেনা। কারন, সব কিছুই তো ঘটে যাচ্ছে কাকতালীয় ভাবেই।