এপ্রিলেই প্রধান কোচ পাচ্ছে সাকিব-মাশরাফিরা!

ঘরের মাটিতে ব্যর্থতার পর এবার শ্রীলঙ্কার মাটিতেও ব্যর্থ হচ্ছে কোচবিহীন বাংলাদেশ দল। গত সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রধান কোচ হাথুরুসিংহে চলে যাওয়ার পর থেকে সেই জায়গায় এখন পর্যন্ত কাউকে আনা হয়নি। তবে এবার কোচ হিসেবে কাউকে নির্ধারণ করা হয়েছে। এখন শুধু তার আসার পালা। এমনটিই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান কোচ হিসাবে যাকে বেছে নেয়া হয়েছে তাকে সবাই চেনে ও জানে। তখন হাথুরুসিংহে যেমন সকলের কাছে অপরিচিত ছিলেন সেরকম নয়। তিনি দলের সঙ্গে আগামী এপ্রিলে যোগ দিতে পারেন। হতে পারে এপ্রিলের প্রথম সপ্তাহে। তবে, তিনি না আসা পর্যন্ত এ সম্পর্কে আমি আর কিছু বলতে চাই না।’

চলমান নিদাহাস ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। আর সেই দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কোর্টনি ওয়ালশ। যিনি কিনা মূলত বাংলাদেশের পেস বোলিং কোচ। কিন্তু প্রধান কোচ না থাকায় এই সিরিজে ভারপ্রাপ্ত কোচ হিসাবে তাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।