এবার ওপেনিংয়ে নেমে পড়লেন মাশরাফি!

মাঝেমধ্যেই ব্যাটিংয়ে ঝড় তোলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান টাইগার নাবিক মাশরাফি। মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেটের এক ক্ষণজন্মা ব্যক্তিত্ব। তার নেতৃত্বে এদেশের ক্রিকেট এক নতুন উচ্চতায়। বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বল হাতে ২২ গজে কাঁপন ধরানোর পাশাপাশি ব্যাট হাতেও কম যান না। তার ব্যাট বহু ম্যাচে দলকে বিপদের মুখ থেকে উদ্ধার করতে দারুণ ভূমিকা রেখেছে। মাঝে মধ্যে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে তিন/চারেও তাকে ব্যাট করতে দেখা গেছে।

তবে এবার ‘নড়াইল এক্সপ্রেস’ সোজা ওপেনিংয়ে নেমে পড়লেন। কিন্তু প্রথমবার ওপেনিং অভিজ্ঞতা ভালো হয়নি তার। ৭ রান করে আবু জায়েদ রাহির বলে বোল্ড হয়েছেন তিনি।

মঙ্গলবার ফতুল্লায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্স ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ২৫৬ রানের জবাবে ইনিংসের গোড়াপত্তন নামেন আবাহনীর মাশরাফি। তবে সেখানে ব্যর্থ হলেও নিজের কাজটা কিন্তু ঠিকই করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। আবাহনীর হয়ে বল হাতে ১০ ওভারে এক মেডেনসহ ৪৬ রানে ৩টি উইকেট নিয়েছেন টাইগার অধিনায়ক।