এবার ধোনিকে পিছনে ফেললেন রায়না!

নিদাহাস ট্রফির শুরুটা হার দিয়ে হলেও পরের ম্যাচগুলোতে রং বদলে যায় ভারতের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পায় ভারত। এরপর টুর্নামেন্টে আবারো শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে ভারত। আর সেই ম্যাচে জয় নিয়ে নিদাহাস ট্রফির শীর্ষে উঠে যায় ভারত।

আর সেই ম্যাচে ১৫ বলে ১ চার ও ২ ছয়ে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন সুরেশ রায়না। এরই ফলে সাবেক অধিনায়ক ধোনিকে পিছনে ফেলেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ধোনির রানসংখ্যা ১৪৪৪। ধোনিকে পিছনে ফেলতে রায়নার দরকার ছিল মাত্র ১৯ রানের। ম্যাচটিতে ২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ধোনিকে টপকে যান তিনি।

বিশ্ব ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাট টি-টোয়েন্টিতে শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল। তার রান সংখ্যা ২২৭১। ২১৪০ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তারই স্বদেশী ব্রেন্ডন ম্যাকালাম। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার রান সংখ্যা ১৯৮৩।