এবার পাপনের কথার জবাব ভালভাবেই দিলেন মুশফিক

ইতিহাস গড়ে জয়। জয়ের নায়ক মুশফিকুর রহিমের ব্যাটিং তাণ্ডব দেখে উচ্ছ্বসিত বিসিবি সভাপতি নাজমুল হাসানের চোখ কপালে। তার ধারণাতেও ছিল না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এভাবে ব্যাট করতে পারেন। ম্যাচ শেষে সবার সামনে মুশফিককে বলেছিলেন, ‘আমি কল্পনাও করিনি, তুমি এভাবে মারতে পারো।’ শেষ পর্যন্ত নাজমুল হাসান যে তার ব্যাটিং ক্ষমতা সম্পর্কে জানতে পেরেছেন, সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেই ‘স্বস্তি’র কথাই শুনালেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ২১৪ রানের জবাবে টাইগাররা ২ বল আগে জয় নিশ্চিত করে ৫ উইকেট হারিয়ে। অসাধারণ এই জয়ের পথে মুশফিক ৩৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় খেলেন হার না মানা ৭২ রানের ইনিংস। তার ওই ইনিংস দেখে নাজমুলের করা অমন মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুশফিক বললেন, ‘এই ইনিংসটার পর হয়তো তিনি জেনে গেছেন আমি অন্তত এভাবে ব্যাট করতে পারি।’

সঙ্গে যোগ করলেন, ‘আমার মনে হয় তিনি এতদিন অন্যভাবে দেখতেন আমার খেলা। দিনের পর দিন পরিশ্রম করার ফল যখন কাজে লাগে, তখন অনুভূতি অন্যরকম হয়। আমার মনে হয় না তিনি আমাদের অনুশীলন খুব বেশি দেখেছেন। যাই হোক আমরা আমাদের কাজটা করতে পেরেছি।’