এবার ফুটবল মাঠ মাতালেন উসাইন বোল্ট

অলিম্পিকের আইকন বলা হয় জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টকে। ১০০ ও ২০০ মিটার ইভেন্টে গড়েছেন বিশ্বরেকর্ড। যদিও ২০১৭ সালে অ্যাথলেটিকস থেকে অবসরের পর ফুটবল খেলার ঘোষণা দিয়েছিলেন বোল্ট। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খলার ইচ্ছা পষোণ করেছিলেন এই বোল্ট।জার্মান ক্লাব ব্রুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে চুক্তিও করেন এই অ্যথলেট।

এই ক্লাবের হয়ে এখন মাঠে নামতে না পারলেও বর্তমান বস হোসে মোরিনহোর দলে খেলেছেন ৩১ বছর বয়সী বোল্ট। প্রতিপক্ষ সেরা দল ডিয়েগো ম্যারাডোনার।

গতবুধবার সুইজারল্যান্ডে প্রীতি ফুটবল ম্যাচটি শেষ হয় ১১-১১ গোলে। এই মাঠে বোল্টের সঙ্গী হয়েছিলেন ফ্রান্সের সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান কারেমবেইউও মার্সেল ডেসেইলি, সুইস কিংবদন্তি স্ট্রাইকার স্ট্যাফেন চ্যাপিউসাট ও রাশিয়ার অ্যালেক্সি সামেটরি।

অপর দিকে ,ম্যরাডোনার দলে নেমেছিলেন স্বদেশী হারনান ক্রেসপো। ব্রাজিলিয়ান কিংবদন্তি বিশ্বকাপ জয়ী তারকা রবার্তো কার্লোস, সাবেক ইতালিয়ান দুই তারকা মারকো মাতারাজ্জি, অ্যাঞ্জেলো পেরুজ্জি এবং ফ্রান্সের সাবেক স্ট্রাইকার ডেভিড ট্রিজিগুয়েত।