এবার সংঘাতে জড়াচ্ছে আইসিসি-বিসিসিআই

আর্থিক লভ্যাংশ বণ্টন নিয়ে আইসিসি বনাম বিসিসিআই টানাপোড়েনের রেশ এখনও মিলিয়ে যায়নি৷ তার আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে নতুন করে সংঘাত বাঁধতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের৷

এবার ইস্যু হতে পারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি৷ টেস্ট চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দিয়ে গত বছর মিনি বিশ্বকাপ ফিরিয়ে আনা হয় টুর্নামেন্টের অতীত সাফল্যের দিকে তাকিয়ে৷ এই ইভেন্ট থেকে আইসিসি-র ভাঁড়ারে লক্ষ্মী আসে৷ সুতরাং সদস্য দেশগুলিও আইসিসির সিদ্ধান্তে সায় দেয় এক কথায়৷

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের রেকর্ড রীতিমতো ঈর্ষনীয় ৷ পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের ভালো ফল করার সম্ভাবনা প্রবল৷ কেননা, ২০২১ সালে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হওয়ার কথা মিনি বিশ্বকাপ৷ তবে আইসিসি চাইছে নতুন ফর্ম্যাটে হোক টুর্নামেন্ট৷ মার্কেটিংয়ের কথা মাথায় রেখেই ৫০ ওভারের বদলে টি-২০ ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা৷ যদিও ভারতীয় বোর্ডের তাতে সায় নেই এতটুকু৷

বিসিসিআইয়ের দাবি, প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার মস্তষ্ক প্রসূত এই টুর্নামেন্টের ফর্ম্যাট বদল তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়৷ সুতরাং বোর্ড মিটিংয়ে আইসিসি এমন কোনও সিদ্ধান্ত নিতে চাইলে, বিসিসিআই নিশ্চিতভাবেই তার বিরোধিতা করবে৷

তাছাড়া আইসিসি ইতিমধ্যেই ভারত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে৷ ভারত সরকার যদি না কর ছাড় দেয়, তবে ভারতের পরিবর্তে অন্য কেনও দেশে বসতে পারে ২০২১ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর৷ এমনটাই ইঙ্গিত দেওয়া হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফে৷