এবার স্যামিকে পাকিস্তানী নাগরিকত্ব দেওয়ার দাবী

দীর্ঘদিন ধরেই চলছে পাকিস্তানে ক্রিকেট ফেরার আন্দোলন। আর সেই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন উইন্ডিজ ক্রিকেটার ড্যারেন শ্যামি। বরাবরেই তিনি পাকিস্তানে ক্রিকেট ফেরা পক্ষে ছিলেন। গতকালও তিনি পাকিস্তানে গিয়েছেন পিএসএলের ফাইনাল খেলতে।

আর ফাইনাল হেরেও ভারাক্রান্ত ছিলেন না স্যামি। এমনিতেই ক্যারিবীয়রা সবসময় আনন্দে থাকতে পছন্দ করে। গতকাল ফাইনাল হেরেও তাই স্যামির নেতৃত্বে ‘ল্যাপ অব অনার’ দেয় পেশোয়ারের ক্রিকেটাররা!

শুধু তাই নয়, ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যায় ‘সঙ্গীতজ্ঞ’ স্যামির পারফর্মেন্স। রীতিমত দুই গিটারিস্টকে সঙ্গে নিয়ে নেচে গেয়ে করাচির ফাইনাল জমিয়ে দেন তিনি। সেই পারফরমেন্সের ছবি-ভিডিও সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা দাবি তুলেছে, স্যামিকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়ার। পেশোয়ার জালমির টুইটার অ্যকাউন্ট থেকেও বেশ কিছু ছবি শেয়ার দিয়ে ‘দুর্দান্ত যোদ্ধা স্যামি’কে স্যালুট দেওয়া হয়েছে।