এ জয় বাংলাদেশের পাওনা ছিল

জয়ের নেশায় পুরছিল তাইগার শিবির ।এমন কি পুরা বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে হার এবং হারের ধরণে সমালোচনার আগুনে পুড়ছিলেন টাইগার টিম। নিজের ক্যারিয়ার সেরা ৭২ রানের ইনিংস খেলা মুশফিকুর রহিমের কণ্ঠেও তামিম-লিটনের প্রশংসা, ‘আমাদের একটা জয় খুব করে দরকার ছিল। ১৯০ রান তাড়া করা সম্ভব। কিন্তু লিটন এবং তামিম আমাদের হয়ে দারুণ একটা শুরু এনে দিয়েছে।।কিন্তু লিটন এবং তামিম আমাদের হয়ে দারুণ একটা শুরু এনে দিয়েছে।’ ম্যাচ সেরার পুরষ্কার হতে নিয়ে টাইগার এই ব্যাটসম্যান বলেন, ‘দিন শেষে দলের জয়টাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’ এসময় নিজের টি২০ সেরা ইনিংসটি ৩৫ দিনের পুত্র সন্তানকে উৎসর্গ করেন মুশফিক।

শ্রীলংকা: ২০ ওভারে ২১৪/৬ (কুশল পেরেরা ৭৪,মেন্ডি ৫৭, থারাঙ্গা ৩২*, গুনাথিলাকা ২৬; মোস্তাফিজ ৩/৪৮, মাহমুদউল্লাহ ২/১৫)।

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ২১৫/৫ রান (মুশফিক ৭২*, তামিম ৪৭, লিটন ৪৩, সৌম্য ২৪, মাহমুদউল্লাহ ২০; নুয়ান প্রদীপ ২/৩৭)।

ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: মুশফিকুর রহিম (বাংলাদেশ)।

টি২০’র দারুণ এক ম্যাচ উল্লেখ করে চান্দিমাল বলেন, ‘বাংলাদেশের সামনে ভালো রান দাঁড় করাতে ব্যাটসম্যারা বড় অবদান রেখেছে। কিন্তু আমাদের বোলাররা পরিকল্পনা মাফিক বল করতে পারেনি। আমারা একটি কৌশল নিয়ে এগুচ্ছিলাম। কিন্তু আমরা সেটা প্রয়োগ করতে পারিনি। সামনের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো আশা করছি।’