এ পরাজয় পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে : মুশফিক

নিদাহাস ট্রফির কান্না আর সেই ২০০৯ সালের ত্রিদেশীয়  সেই ফাইনাল খেলেছেন মুশফিকুর রহিম। বুকের যন্ত্রণা বুকেই রেখে সামনে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করলেন এই ক্রিকেটার। মুসফিক বললেন ,এ পরাজয় ভোলার নয়।
শেষ ওভারে ভারতের দরকার ছিল ১২ রান আর দলের ভরশা ছিলেন পার্ট টাইম বোলার সৌম্য সরকারের উপর। সৌম্য ৫ বলে দিলেন ৭ রান আর শেষ বলে দরকার ছিল ৫ রান দিনেশ কার্তিক শেষ বলে হাঁকালেন ৬ আর সব শেষ হয়ে গেল চোখের সামনে। বাংলাদেশের স্বপ্নভঙ্গ করে ভারতকে দিয়ে দিলেন ট্রফিটা।
মসফিকের মতে, সৌম্যের একার দোষ নয় বরং হারের দায়টা মাথা পেতে নিলেন নিজেসহ পুরো দল। সাবেক এই অধিনায়কের মতে,‘এমনটা অবশ্যই খারাপ লাগার।তবে এটা তার জন্য প্রথম ছিল এওর পর যদি এমন পরিস্থিতি আসে তবে সৌম্যে ভাল কিছু এনে দেবে।

স্নায়ুচাপের যুদ্ধে এর আগেও হেরে গেছেন অনেক নামি-দামি বোলার। এই পরাজয় অনেকদিন পোড়াবে বাংলাদেশ দলকে । অনেক বোলারই হেরে গিয়েছে স্নায়ুচাপের কাছে। তবে আমাদের দারুণ একটা সুযোগ হয়েছিল কিন্তু আমারা কাজে লাগাতে পারলাম না।