কলকাতার অধিনায়ক হয়েও যে আক্ষেপে পুড়ছেন দিনেশ কার্তিক!

কলকাতা নাইট রাইডার্সকে এবারের আসরে নেতৃত্ব দিবেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক। আর তার ডেপুটি হিসেবে থাকবেন আরেক উইকেট রক্ষক ব্যাটসম্যান রবিন উথাপ্পা। তবে কলকাতার অধিনায়ক হয়েও আক্ষেপ রয়েছে তার। আইপিএলের শুরু থেকেই মুম্বাই-কেকেআর কিংবা দিল্লি নয় বরং চেন্নাই সুপার কিংসে খেলতে চেয়েছিলেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মনের গহীন থেকে বলছি, ‘আইপিএলের প্রথম সিজন থেকে আমার ইচ্ছা ছিল চেন্নাইয়ের হয়ে খেলা। কিন্তু ১০ বছর লিগটিতে খেললেও এখন পর্যন্ত আমার নামা হয়নি। অথচ এই ১০ সিজনে আমি ছ’বারই দল পরিবর্তন করেছি। আর আমি চেন্নাইয়ের ছেলে। তাই চেন্নাইকে বেশি ভালোবাসি।’

তিনি আরো বলেন, ‘আইপিএলের জনপ্রিয় একটি দলের অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছি আমি। এটি নিশ্চয় বড় সৌভাগ্যের এবং আমাকে অবশ্যই প্রমাণ করতে হবে ভালো কিছু দেখিয়ে। আমি মনে করে আইপিএলে চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা ও মুম্বাইয়ের যথেষ্ট লোকাল ফ্যান রয়েছে। আর এটাই ক্রিকেটের সৌন্দর্য।’

সর্বশেষে কলকাতার এই অধিনায়ক আরো বলেন, ‘আইপিএলে এটাই আমার প্রথম ক্যাপ্টেন্সি। তাই এটাকে উপভোগ করতে চাই এবং সামনের দিকে এগোতে চাই।’