‘কাটার আমি ২০০৫ সাল থেকেই শিখেছি, এই কথা বলে লাভ নাই’

শরাফি যে কাটার পারেন তা তিনি আবারো দেখিয়ে দিয়েছেন ডিপিএলে। অগ্রনী ব্যাংকের বিরুদ্ধে তিনি নিয়েছেন শেষ ৪ বলে ৪ উইকেট। আর সেই ৪টি উইকেটেই নিয়েছেন কাটার বল করে। এমনটাই জানিয়েছেন তিনি নিজেই সংবাদ সম্মেলনে।

এই ব্যাপারে মাশরাফি বলেন ,’‘কাটার আমি ২০০৫ সাল থেকে শিখেছি এবং তখন থেকেই ওটা আমার স্ট্রেংথ। ইমপ্রোভাইস করা শিখেছি যখন আমি দেখেছি আমার জায়গা ঠিক আছে। যখন ইনজুরি আসছে তখন আবার ভিন্ন পন্থা অবলম্বন করতে হয়েছে।’

মাশরাফি আরো বলেন ,’আমি যখন ছোট বেলা থেকে ক্রিকেট খেলা শুরু করি তখন আমি সবসময় জায়গায় বল করতে চাইতাম। পেস ওরকম ছিল না। এটাই এখনও আমার সঙ্গী। আমার স্ট্রেংথ বলতে যদি কিছু বলেন একটাই- আমি একটা জায়গায় বল করতে চাই। একটা জায়গার বাইরে আমি কিছু করতে চাই না। যদি ভেরিয়েশন কিছু করি সেটাও ওই জায়গার ভেতরে। এরপর ভালো খারাপ অন্য জিনিস।’