কাঠমুন্ডুতে বিধ্বস্ত বিমানের ক্যাপ্টেন আবিদ মারা গেছেন

নেপালে গতকাল সোমবার দুপুরে কাঠমুন্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার এয়ারলাইন্সের BS-211 বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বিমানটির ৭১ আরোহীর মধ্যে ৪৯ জন নিহত হন। সে বিমানের ক্যাপ্টেন আবিদ সুলতান। বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্যাপ্টেন আবেদ সুলতান মারা গেছেন বলে জানা গেছে।

ইউএস বাংলার জনসংযোগ শাখার মহা ব্যবস্থাপক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মহা-ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, তবে কখন তিনি মারা গেছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। এখনও পর্যন্ত পাওয়া তথ্য মতে, মঙ্গলবার সকালে মারা গেছেন তিনি।

আবিদ সুলতান ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ছিলেন। তিনি বাংলাদেশ এয়ারফোর্সের ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। আবিদের বিমান বাহিনীতে মিগ–২১ চালানোর অভিজ্ঞতা রয়েছে। কানাডা থেকে বাংলাদেশে নেপালের বিমানবন্দরে বিধ্বস্ত বিমানটি ক্যাপ্টেন আবিদই উড়িয়ে এনেছিলেন। তিনি এর আগে বেসরকারি ইউনাইটেড এয়ারওয়েজে ছিলেন।

আবিদ বাংলাদেশ বিমান বাহিনীর একজন সাবেক বৈমানিক ছিলেন। তার ক্যারিয়ারে ৫ হাজার ঘণ্টার ওপরে বিমান উড্ডয়নের রেকর্ড আছে। তাছাড়া যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তাতে এক হাজার ৭০০ ঘণ্টারও বেশি উড্ডয়ন করেছেন তিনি।তিনি এই মডেলের বিমানের একজন প্রশিক্ষক।