কাল থেকে এইচএসসির সব কোচিং সেন্টার বন্ধ

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৯ মার্চ থেকে এইচএসসির সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ বলেন, ‘আগামী ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এর চারদিন আগে অর্থাৎ ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, পাবলিক পরীক্ষা শুরু হওয়ার সাত দিন আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা রয়েছে। তবে ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার চার দিন আগে অর্থাৎ ২৯ মার্চ থেকে সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিল শিক্ষা মন্ত্রণালয়।

সময় স্বল্পতা ও অন্যান্য কারণে এবার পরীক্ষার চার দিন আগে থেকে কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে পরীক্ষা শুরুর সাত দিন আগে থেকে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছিল।