কোয়ার্টার ফাইনালে ইংলিশ দলের বিপক্ষে খেলতে চান ফিরমিনহো

চ্যাম্পিয়ন লিগে ক্রমেই জমে উঠছে। লিভারপুলের হয়ে ২০১৭-২০১৮ চ্যাম্পিয়নস লিগে আট ম্যাচে মোট সাত গোল করেছেন অলরেডসদের এই নাম্বার নাইন। নিশ্চয় বুজে গেছেন কার কথা

বলছি তিনি আর কেহ নয় ব্রাজিলিয়ান স্টাইকার রবার্তো ফিরমিনহো। চ্যাম্পিয়নস লিগের মতো বড় আসরের কোয়ার্টার ফাইনালে দল বেছে নেওয়ার সুযোগ নেই ল্রন সব গুলোই বর দল এবং

যাম্পিয়ন হবার সামর্থ্য রইয়েছে সবার।

লিভারপুলের কোচ জার্গেন ক্লপের অধীনে প্রিমিয়ার লিগের সব বড় দলকেই যে হারিয়েছে ফিরমিনহোর দল। লিভারপুলের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ১৪ মার্চ ক্যাম্প নূতে বার্সেলোনার মুখোমুখি হবে চেলসি।

একইদিন অন্য ম্যাচে সেভিলার বিপক্ষে ঘরের মাঠে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউ এর সামনে অবশ্য ভালো সুযোগ স্পেন থেকে যে তারা গোল শূন্য ড্র করে ফিরেছেন। আর ইংলিশ লিগের চারদল নিশ্চিত হলেই ফিরমিনহোর আশা পূরণ হতে পারে।