কৌতিনহোকে রিয়ালের কাছে দিতে চেয়েছিল লিভারপুল!

বার্সার ইতিহাসে সবচেয়ে বেশি ট্রান্সফার মুল্য দিয়ে এই মৌসুমে কৌতিনহোকে কিনেছে লিভারপুল থেকে। মুল্যটা ১৬০ মিলিয়ন ইউরো। অথচ এই কৌতিনহোকেই রিয়াল মাদ্রিদ চাইলেই পেতে পারত আরো স্বস্তায়।

গতমৌসুমেই লিভারপুল বুঝতে পেরেছিল কৌতিনহোকে আটকে রাখা যাবেনা। তাই তারা রিয়াল মাদ্রিদের কাছে প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাবে ছিল লিভারপুল রিয়াল মাদ্রিদকে ৭০ মিলিয়ন ও সাথে কৌতিনহোকে দিয়ে দিবে। বিনিময়ে গ্যারেথ বেলকে রিয়াল মাদ্রিদ থেকে লিভারপুলে আসতে হবে।

তবে লিভারপুলের সেই প্রস্তাবে রাজি হয়নি রিয়াল মাদ্রিদ। এরপর মাত্র ৬ মাস পরই পাল্টে যায় দৃশ্যপট। রিয়াল মাদ্রিদ এখন ইনজুড়ি আক্রান্ত বেলকে বিক্রি করে দিতে চায় ভালো মুল্য পেলেই। অন্যদিকে বেলের জন্য কৌতিনহো+ ৭০ মিলিয়ন দিতে চাওয়া লিভারপুল কৌতিনহোকেই বিক্রি করল ১৬০ মিলিয়ন ইউরোতে।