ক্রিকেটকে বাঁচাতে যে ৫ দফা দাবী উপস্থাপন করবে আইসিসির সদস্যরা

ফ্রেঞ্চাইজি লীগ যেন এখন অনেকটাই স্বপ্নের হাঁস। এই লীগটি খেলতে মরিয়া সকল ক্রিকেটাররাই। এরপরেই নড়েচড়ে বসেন খ্যাতনামা ক্রিকেটাররা। তাদের মতে টেস্ট ক্রিকেটটা অনেকটাই হারিয়ে গিয়েছে। আর সবার নজড় এখন সংক্ষিপ্ত ভার্সন এবং ফ্রেঞ্চিইজি লীগ নিয়ে।

আর সেই ৫ দফা দাবী নিয়ে আইসিসির আগামী বৈঠকে বসবে আইসিসির সদস্য দেশগুলো। তাদের দাবী গুলো থাকবেঃ

১) ৩২ বছরের কম বয়সী ক্রিকেটাররা এক বছরে তিনটির বেশি লীগ খেলতে পারবে না।

২) ২০২৩ সাল থেকে ঘরোয়া টি-টুয়েন্টি লীগ গুলো বছরের নির্দিষ্ট ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ছেড়ে দিবে।

৩) প্রতিটি লীগ ক্রিকেটারদের পারিশ্রমিকের ২০% উক্ত ক্রিকেটারদের বোর্ডকে দিতে হবে।

৪) প্রতিটি লীগকেই একটি নির্দিষ্ট সংখ্যক বিদেশি ক্রিকেটারদের অভিষেকের সুযোগ করে দিতে হবে।

৫) ক্রিকেটারদের পারিশ্রমিক ও সুস্থতার নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।