ক্রিকেট ইতিহাসে চতুর্থ সবোর্চ্চ রান তাড়া করে জয় এটি, দেখেনিন বাকি তিনটি জয়

ক্রিকটের সংক্ষিপ্ত সংস্করণ ২২ দিনের মধ্যে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার দুটি রেকর্ড দেখলো। তার মধ্যে একটি বাংলাদেশের। রান তাড়া করে জয়ের হিসেবে চতুর্থ জয় এটি। শ্রীলংকার দেওয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জয় টি২০ তে বাংলাদেশের সবোর্চ্চ ইনিংসও। ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্টি গড়ে অস্ট্রেলিয়া।

গত ফেব্রুয়ারি অজিরা নিউজিল্যান্ডের করা ২৪৪ রান টপকে যায়। এর পরের নামটি ওয়েস্ট ইন্ডিসের। বিপক্ষ দল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের করা ২৩২ রান টপকে ২৩৬ রান করে জয় ছিনিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় সবোর্চ্চ রান তাড়া করে জয়ী দলের নাম ইংল্যান্ড। ২০১৬ বিশ্বকাপের ম্যাচ। আর এখানেও পরাজিত দলের নাম দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ২২৯ রান করে। রান তাড়া করতে নেমে ইংলিশরাও ২৩০ রান করে ৮ উইকেটে।

বাংলাদেশ সবোর্চ্চ রান তাড়া করে জেতার পথে পেছনে ফেলেছে ভারতকে। ২০০৯ সালে ভারত শ্রীলংকার দেওয়া ২০৭ রানের লক্ষ্যে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সে ম্যাচে ভারত করে ২১১ রান।