খেলোয়াড়দের আচরনবিধি নিয়ে নতুন এক ঘোষণা দিল আইসিসি!

এবার খেলোয়াড়দের আচরণবিধি নিয়ে একটি বিস্তৃত পর্যালোচনা চালু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর এতে দুইটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রথমটি হল আইসিসি কোড অফ কন্ডাক্টের উপর নির্ভর করে অপরাধীর অপরাধের মাত্রা পর্যালোচনা করবে এবং প্রতিটি অপরাধ ভালোভাবে তদন্ত করে দেখা হবে। এতে প্রয়োজনে নিষেধাজ্ঞাগুলি পর্যালোচনা করতে হবে।

দ্বিতীয়টি হল- একটি সভ্য সংস্কৃতির উপর ভিত্তি করে ‘স্পিরিট অব ক্রিকেট কোড’ গঠিত হবে। আর এতে সাবেক খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, বর্তমান খেলোয়াড়দের সাথে কেমন আচরণ করছে ক্রিকেটাররা তা লক্ষ্য করা হবে।

এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘গত কয়েক সপ্তাহ যাবত ক্রিকেট মাঠে স্লেজিং এবং নীতি বর্হিভূত কাজ হচ্ছে। এমনকি বাংলাদেশকে দেখলাম নিদাহাস ট্রফিতে ম্যাচ বয়কট করার মতো হুমকি দিতে।’

তিনি বলেন, ‘প্লেয়ারদের জন্য আচরণিবিধি নিয়ন্ত্রনে রিভিউ সিস্টেম থাকবে চালু হবে খুব শিগগিরই।’