‘গ্রিজমান আমাকে একা ছেড়ে বার্সেলোনায় যেতে পারেনা’

বার্সেলোনায় মেসি-সুয়ারেজ-কুতিনহোদের সতীর্থ হতে এক পায়ে রাজি আতোইন গ্রিজমান। এমনকি রিলিজ ক্লজের পুরো ১০০ মিলিয়ন ইউরো দিয়েই তাকে কিনতে রাজি বার্সেলোনা। কিন্তু গ্রিজমানের বর্তমান ক্লাব অ্যাতলেতিকোর রাজি হবার উপর নির্ভর করছে গ্রিজমানের বার্সেলোনায় আসা। তবে দলবদলের সমস্যাটা বিশ্বকাপের আগেই সেরে ফেলতে চান গ্রিজমান।

অন্যদিকে রাজিলিয়ান বংশোদ্ভুত স্প্যানিশ ফরোয়ার্ড ডিয়েগো কস্তাকে অ্যাতলেতিকোতে আনার পিছনে অনেক বড় অবদান রেখেছেন গ্রিজমান। আর তিনিই কিনা এবার তাকে ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমাতে চাচ্ছেন। তবে গ্রিজমান তাকে একা ছেড়ে বার্সেলোনায় যেতে পারেনা বলেই মনে করছেন কস্তা।

এ প্রসঙ্গে আবেগঘন বার্তায় কস্তা বলেন, ‘সেই আমাকে অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দিতে বলেছিল। এখন আমাকে একা করে সে চলে যেতে পারে না।’ তিনি আরো বলেন, ‘হ্যাঁ, প্রত্যেকেই সেটাই করে, যেটা তার জন্য ভালো। আমি মনে করি, থেকে যাওয়াটাই তার জন্য সবচেয়ে বেশি ভালো হবে।’