ঘুড়ে দাড়ালেন মুশফিক তবু শেষ রক্ষা হলোনা

গতকাল নিদাহাস ট্রফিতে মুশফিকুর রহিম অপরাজিত ৭২ রানের এক ইনিংস খেললেন। ২১৫ রানের জয় পেলেও এবার আর দল্কে জিতিয়ে নাগিন নাচ দিতে পারলেন না মুশফিকুর রহিম।ভারতের দেয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমে গেছে ১৫৯ রানে। শুরুটা ভাল হয়নি বাংলাদেশের।লিটন দাস মাত্র ৭ রানে সাজঘরে ফেরেন। সৌম্য সরকার ১ রান করে বোল্ড হয়ে সাজ ঘজরে ফেরেন। নবম ওভারে ১১ রান করে আউট হয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি গড়ে কিছুটা আশা জাগিয়েছিলেন মুশফিক ও সাব্বির রহমান। কিন্তু ১৭তম ওভারে সাব্বির ২৭ রান করে ফিরে গেলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের হার। ভারতের পক্ষে চার ওভার বোলিং করে মাত্র ২২ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর।

গতকাল টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার ৮৯, সুরেশ রায়নার ৪৭ ও শিখর ধাওয়ানের ৩৫ রানের ইনিংসগুলোতে ভর করে স্কোরবোর্ডে ১৭৬ রান জমা করেছে ভারত।