চা বিক্রি করেই মাসে আয় ১২ লাখ টাকা!

ভারতে যেন চা বিক্রিটাই একটা আর্শীবাদ হয়ে দাড়িয়েছে । এই চা বিক্রি করেই ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোধী। ভারতের অনেকেই বড় হয়েছিলেন এই চা বিক্রি করেই।

এদের মধ্যে একজন ছিলেন পুণের ব্যবসায়ীনভনথ ইয়েলে দেখিয়েছেন চা বিক্রি করেই লাখপতি হওয়া যায়। ব্যক্তিগত উদ্যোগে তৈরি করেছেন ‘ইয়েলে টি হাউস’। যেদিন প্রথম কাজ শুরু করেছিলেন, সেদিন ভাবেননি সংস্থা এত বড় হবে। কিন্তু নভনথ জানতেন, কাজ যেমনই হোক না কেন, যদি তা সঠিকভাবে করা যায়, তবে ফল ফলবেই। এখন শুধু চা বিক্রি করেই তার উপার্জন মাসে প্রায় ১২ লাখ টাকা।

তবে শুধু নিজে আয় করেই তিনি হোননি বড়লোক। করেছেন অনেক লোকের কর্মসংস্থানও। পুণেতেই তিনটি সেন্টার আছে তার। একনামে সকলেই চেনেন তাঁর সংস্থাকে। প্রায় ৬০০ জনের মতো লোক তার সংস্থাতে কাজ করছে।