চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেই এলক্লাসিকো!

বার্সালোনা -রিয়াল মাদ্রিদ দৈরথ মানেই ফুটবলের চেয়েও বেশি কিছু। আর এই দৈরথ যদি হয় চ্যাম্পিয়নস লিগে তাহলে তো কথাই নেই। আর এবার সেই দৈরথই দেখা যেতে পারে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।

শেষ ষোলর লড়াইয়ে একটা নিয়ম ছিল যে, দুই গ্রুপ চ্যাম্পিয়নস মুখোমুখি হবেনা এবং একই লিগের দুই দল মুখোমুখি হবেনা। সে হিসেবে রিয়াল মাদ্রিদ ও বার্সালোনা মুখোমুখি হয়নি শেষ ষোলতে। কিন্তু কোয়ার্টার ফাইনালের লড়াই উন্মোক্ত। এখানে যেকোন দল যেকারো মুখোমুখি হতে পারে। তাই আরেকবার সম্ভাবনা দেখা দিয়েছে বার্সালোনা ও রিয়াল মাদ্রিদের দৈরথের।

কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ নির্ধারন হবে আগামীকাল শুক্রবার। নিয়নে এক জমকালো অনুষ্ঠানে হবে কোয়ার্টার ফাইনালের ড্র। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে এপ্রিলের ৩ ও ৪ তারিখে এবং দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১০ ও ১১ তারিখে।