চ্যাম্পিয়নস লিগে রোনালদোকে ছাড়িয়ে মেসির রেকর্ড

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে বেশি গোল রোনালদোর। মেসি গতরাতে চেলসির বিপক্ষে গোল করে ছুয়েছেন ১০০ গোলের মাইলফলক। তবে অন্য একটি জায়গায় কিন্তু ঠিকই রোনালদকে পেছনে ফেলে দিয়েছেন মেসি।

মেসির ১০০ গোল করতে লেগেছে ১২৩ টি ম্যাচ। খেলেছেন ১০ হাজার ৯০ মিনিট। এই ১০০ গোল করতে তিনি শট নিয়েছেন ৫২৪টি। ৩০ বছর ২৬৩ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগের ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

অন্যদিকে রোনালদোর ১০০গোল করতে লেগেছিল ১৩৭ টি ম্যাচ। তিনি খেলেছিলেন ১১ হাজার ৮৪৮ মিনিট। সব মিলিয়ে শট নিয়েছেন ৭৯০টি। ৩২ বছর ৭২ দিন বয়সে তিনি ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন।