চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে উঠা দল গুলোর কার কতটি শিরোপা?

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আটটি দল। আগেই ৬টি দল নিশ্চিত করলেও সর্বশেষ দল হিসেবে এই তালিকায় যোগ দিয়েছে বায়ার্ন ও বার্সালোনা। দুটি দলই গতরাতে তাদের শেষ ষোলর পর্ব শেষ করেছে।

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পৌছা দল গুলো হল:

১. রিয়াল মাদ্রিদ:- প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন।

২. বার্সালোনা:- প্রতিযোগিতায় বার্সালোনা ৫ বার চ্যাম্পিয়নস হওয়ার গৌরব অর্জন করে।

৩. বায়ার্ন মিউনিখ:- প্রতিযোগিতায় বায়ার্ন মিউনিখও বার্সালোনার সমান পাঁচ বার চ্যাম্পিয়ন হয়।

৪. লিভারপুল:- ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুলও এই প্রতিযোগিতায় ৫বার চ্যাম্পিয়ন হয়।

৫. জুভেন্টাস: ইতালিয়ান লিগে সাম্প্রতিক সময়ে সবচেয়ে সফল জুভেন্টাস শিরোপা জিতেছে ২ বার।

চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয়া বাকি তিনটি দল হল স্পানিশ দল সেভিয়া, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটি ও ইতালিয়ান দল রোমা। তিনটি দলই এখনো পর্যন্ত এই প্রতিযোগিতায় কোন শিরোপা জিততে পারেনি।