জল্পনা তুঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হচ্ছেন সাকিব!

জল্পনা তুঙ্গে এবারের আইপিএল-এ ভাগ্য খুলে যেতে পারে বাংলাদেশের তারকা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।  পরিস্থিতি  সেদিকেই মোড় নিচ্ছে। সাকিব আল হাসানের হাতে দেখা যেতে পারে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বের ব্যাটন!

বল বিকৃতি কাণ্ডের জেরে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব ছেড়েছেন স্টিভ স্মিথ। অজি অধিনায়কের জায়গায় রাজস্থান রয়্যালসের নেতা হয়েছেন অজিঙ্কে রাহানে।

স্মিথ রাজস্থান রয়্যালসের নেতৃত্ব ছেড়ে দিলেও ডেভিড ওয়ার্নারের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সানরাইজার্স হায়দরাবাদ। তারা সিদ্ধান্ত না নিলেও ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ কাইফ এরমধ্যেই এক টুইট করে বসেছেন ওয়ার্নারকে নিয়ে। আর সেই টুইটের পরেই এক বঙ্গতনয়কে নিয়ে বেড়ে গিয়েছে প্রবল জল্পনা। টুইটে কাইফ লেখেন, ‘‘স্টিভ স্মিথ আর রাজস্থানের অধিনায়ক নন। তেমনই ডেভিড ওয়ার্নারকেও হায়দারাবাদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে কি আইপিএল-এর আট দলে আটজন ভারতীয় অধিনায়ক হয়ে নতুন ইতিহাস সৃষ্টি হতে চলেছে?’’

কাইফের এমন টুইটের পরেই বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম লেখালেখি শুরু করে, সানরাইজার্স হায়দরাবাদে ভুবনেশ্বর কুমার, মণীশ পাণ্ডে, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, ইউসুফ পাঠানের মতো ভারতীয় ক্রিকেটার থাকলেও নেতা হওয়ার দৌড়ে সাকিব আল হাসান বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। অভিজ্ঞতার নিরিখে শেষমেশ যদি সাকিবের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড ওঠে তাহলেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না।

গত সাত বছর ধরে কলকাতা নাইটরাইডার্সের জার্সিতে আইপিএল মাতিয়েছেন সাকিব। এবার নিলামে বাংলাদেশের সেরা অলরাউন্ডারকে নিয়ে নেয় হায়দরাবাদ। সানরাইজার্সে নেতা হওয়ার দৌড়ে সাকিবকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। হায়দরাবাদের নেতা হিসেবে দলকে শেষে কে নেতৃত্ব দেন, সেটাই এখন দেখার!