জাতীয় দল ছেড়ে দিচ্ছেন মেসি

মেসি ফুটবল বিশ্বের এক অন্যতম নাম। ক্লাবের হয়ে একের পর এক শিরোপা   তুলে আনছেন সেই সাথে তার ব্যক্তিগত অর্জন ও কম নয়। তবে এ কথা সত্য ক্লাবের হয়ে যতটা না মেসি আলো ছড়িয়েন ঠিক তার উল্টটাই চিত্র আর্জেন্টিনার হয়ে তার অবদান । ২০০৫ সালে জাতীয় দলে মেসির অভিষেক হওয়ার পর তিন বার কোপা আমেরিকার রানার্স-আপ হয় আর্জেন্টিনা । এ পর্যন্ত ৩টি বিশ্বকাপে অংশ নিয়েছে মেসি । রাশিয়া হবে মেসির ৪র্থবার বা বলাযেতে পারে শেষবার।
মেসির এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ১২৩ ম্যাচে ৬১ গোল করেছেন মেসি বলেন, আমার স্বপ্ন হচ্ছে, রাশিয়ায় বিশ্বকাপ ট্রফি জেতা। ব্রাজিলে যেমনটি হয়েছে এবার সেরকম যেন না হয়। আমি চায় দেশের জন্য কিছু একটা করতে দেশ্র মানুষ্কে কিছুটা হলেও আনন্দ দিতে।

৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার জানান মনে হয়েছে, যদি এবার আমরা বিশ্বকাপ না জিতি, তবে একটাই পথ বাকি থাকে, তা হচ্ছে জাতীয় দল থেকে সরে যাওয়া।