‘জাফর ইকবাল ২০০টি বই লিখেছে, ইসলামবিরোধী কখনো কিছু ছিলো না’

গত শনিবারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক এবং ইলেট্রনিক্স ডিপার্টমেন্ট আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে ছুরিকাঘাতের শিকার হতে হয় শিক্ষাবিদ জাফর ইকবালকে। যদিও জাফর ইকবাল এখনাশঙ্কামুক্ত, আর জাফর ইকবালের ব্যাক্তিগত জীবন নিয়ে কথা বললেন তার স্ত্রী ইয়াসমীন হক।

ইয়াসমীন বলেন ,’জাফর ইকবাল ২০০টি বই লিখেছে, ইসলামবিরোধী কখনো কিছু ছিলো না। ওই ছেলেকে ভুল বুঝানো হয়েছে। তাকে বুঝানো হয়েছে জাফর ইকবাল ইসলামের বিরুদ্ধে লিখেছে। সে (ফয়জুল) যদি পড়া লেখা করতো তাহলে বুঝত। তাদেরকে বুঝতে হবে আমাদের দেশ কীভাবে স্বাধীন হয়েছে। আমাদের দেশ সাম্প্রদায়িক ছিল না।

তিনি আরও বলেন, জাফর ইকবাল অসম্ভব সৌভাগ্যবান তিনি বেঁচে গেছেন। সবার দোয়া আছে বলেই তিনি বেঁচে গেছেন।

ইয়াসমিন বলেন, এখনও ওই পর্যায়ের শিক্ষার্থী আছে, যারা হতাশাগ্রস্ত। যাদেরকে অনেকেই ভুল বুঝাতে পারে। তাদের পড়তে হবে বুঝতে হবে। মনে রাখতে হবে আমরা সবাই বাঙালি ছিলাম, কোনও ধর্মীয় সাম্প্রদায়িক বিষয় ছিল না। আমাদের সেক্যুলার দেশ। এত বছর বাচ্চাদের তাহলে আমরা কী শিখিয়ে আসছি।