‘জিততে হলে কমপক্ষে ১৭০-১৮০ রান করতে হবে’

নিদাহাস ট্রফির শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে হার দিয়েই নিদাহাস ট্রফি শুরু করেছে বাংলাদেশ। আগামীকাল শনিবার ১০ই মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে জিততে হলে বাংলাদেশের কমপক্ষে ১৭০ বা ১৮০ রান করতে হবে বলেই মনে করেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে টি-টোয়েন্টিতে ইদানিং আমাদের দুইটা সাইডই একসাথে ভালো হচ্ছে না। একটি পার্ট ভালো হয়। আরেকটি পার্ট খারাপ হয়। এই জিনিসটায় যখন আমাদের কনসিস্টেন্সিটা বেশি আসবে তখন ইনশায়াল্লাহ আমাদের ভালো হবে।’

তিনি আরো বলেন, ‘এই মাঠের জন্য আমার মনে হয় ১৭০ থেকে ১৮০ ভালো স্কোর। আমরা যদি এমন স্কোর করতে পারি তাহলে আশা করছি জিতব। ১৪০ বা ১৫০ করলেও আমরা প্রত্যেকটা বোলার সেরাটা দিয়ে চেষ্টা করি। তবুও উইকেট যেহেতু ফ্ল্যাট রান হয়েই যায়। এজন্য কমপক্ষে ১৭০-১৮০ রান করতে হবে।’